যুক্তরাষ্ট্র বিএনপি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সুবাতাস
নিউইয়র্ক প্রতিনিধি;
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মিজানুর রহমান ভূইয়া মিল্টন এর মধ্যেস্থতায় যুক্তরাষ্ট্র বিএনপির সাম্প্রতিক কমিটিগুলোতে বাদ পড়া একাংশ যুক্তরাষ্ট্র বিএনপির মুল ধারার সাথে একত্রিত হয়ে কাজ করার ঐক্যমত পোষণ করে। ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার দিবস উদযাপন ও ঈদ পূর্নমিলনী এক অনুষ্ঠানে তিনি যোগদান করেন। উক্ত অনুষ্ঠানের আয়োজক যুক্তরাষ্ট্রের বিএনপির বিভিন্ন কমিটির থেকে বঞ্চিত হওয়া একাংশ যারা দীর্ঘদিন যাবত যুক্তরাষ্ট্রের তাদের স্বঘোষিত কমিটির মাধ্যমে বিভিন্ন দলীয় প্রোগ্রাম করে আসছিল। যা যুক্তরাষ্ট্রের বিএনপির জন্যে একটা সমস্যা হিসেবে প্রতীয়মান হয়।জনাব মিজানুর রহমান ভূইয়া মিল্টন নিজ উদ্যোগে তা নিরসনের জন্য এগিয়ে আসেন। তিনি তাত্ক্ষণিকভাবে উক্ত অনুষ্ঠান তাদের নেতাকর্মীদের সাথে এই বিষয়ে আলোচনা করেন। তিনি তাদেরকে আসস্ত করেন তাদের বিষয়ে তিনি কেন্দ্রের সাথে ও যুক্তরাষ্ট্র বিষয়ক সমন্বয়কের সাথে কথা বলবেন। কিন্তু স্বঘোষিত নামে কোন প্রোগ্রাম করা যাবে না। যুক্তরাষ্ট্রের বিএনপির মুল ধারার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।তিনি আরও বলেন বর্তমান মূমূর্ষ অবস্থান থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে ঐক্যের কোন বিকল্প নাই। এই ফ্যাসিষ্ট হাসিনার থেকে দেশকে মুক্ত করতে হলে যুক্তরাষ্ট্র সহ বাংলাদেশের সকল জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ।দেশনায়ক তারেক রহমানের নির্দেশে একধফা আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়তে হবে।তাই বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে যুক্তরাষ্ট্র বিএনপির ঐক্যবদ্ধ হওয়া অতিব জরুরী।যুক্তরাষ্ট্র বিএনপির একাংশের নেতাকর্মীরা জনাব মিজানুর রহমান ভূইয়া মিল্টন এর কথায় একাত্বতা প্রকাশ করেন এবং তারা যুক্তরাষ্ট্রের মুল বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন বলে ঐক্যমত পোষণ করেন।