জাতিসংঘের সামনে হাসিনা বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের অংশগ্রহণ

নিউইয়র্ক প্রতিনিধি;
মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমেরিকা সফরের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা ও যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। শুক্রবার, সেপ্টেম্বর/২২/ ২০২৩, সকাল থেকে বিকেল পর্যন্ত নিউইয়র্কের ম্যানহাটনের জাতিসংঘ সদর দফতরের সামনে ৪৭ স্টীট এবং ফাস্ট এভিনিউতে তারা বিক্ষোভ করেন।
যুক্তরাষ্ট্রের ১৭ স্টেটের বিএনপির নেতৃবৃন্দ এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দান করেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি এবং সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমেরিকা সফরের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।
এতে জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী ও ১নং সহ আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন এর নেতৃত্ব যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী অংগ্রহন করে। এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক খোরশেদ আলম, সদস্য নুর আলম, যুক্তরাষ্ট্রের সেচ্ছাসেবক দল নেতা রাশেদ রহমান, শরীফ হোসাইন, জহিরুল ইসলাম, রাজিব হাসান সহ আরও নেতৃবৃন্দ।